শনিবার, ১৮ আগস্ট, ২০১২

Chupi Chupi (চুপি চুপি) by Kazi shuvo & Porshi Lyrics

শিরোনাম: Chupi Chupi (চুপি চুপি)
অ্যালবাম: সাধা মাটা ২
শিল্পী: কাজী শুভ ও পড়শী (Kazi shuvo & Porshi)



















চুপি চুপি কেন আসনি,
স্বপনে ধরা দিয়ে যাও।
বেসেছো ভালো গোপনে গোপনে,
বলোনা আমি যে তোমার।

কি করে বলি বলো ভালোবাসি,
বড় ভালোবাসি তবু লাজে মরি।
আমারই জীবন শুধুই তোমার,
তুমি হীনা সবই যে আধার।

ছিলেনা যখন তুমি এই জীবনে,
দেখেনি স্বপণ কভু দু-নয়নে।।

হৃদয় চিরে দেখো তোমারি ছবি,
বড় ভালোবাসি তুবও লাজে মরি।
আমারই জীবন শুধুই তোমার,
তুমি হীনা সবই যে আধার।

এতো কাছে রয়েছো তবু আরো কাছে চাই,
এ চাওয়া পাওয়ার যেন কোন শেষ নাই।।

হৃদয় চিরে দেখো তোমারি ছবি,
বড় ভালোবাসি তুবও লাজে মরি।
আমারই জীবন শুধুই তোমার,
তুমি হীনা সবই যে আধার।

Shua Urilore (শুয়া উড়িলরে) by Ghetuptro Komola Lyrics

শিরোনাম: Shua Urilore (শুয়া উড়িলরে)
গীতিকারঃ শীতালং শাহ
সুরকারঃ রাম কানাই দাস
চলচ্চিত্রঃ ঘেটু পুত্র কমলা
শিল্পীঃ এস আই টুটুল/ ফজলুর রহমান বাবু + শফি মণ্ডল/ প্রান্তি














 
শুয়া উড়িল উড়িল জীবেরও জীবন
শুয়া উড়িল উড়িল রে।।

আরলাম আকানে ছিলা আনন্দিত মন
ভবে আসি পিঞ্জরাতে হইলা বন্ধন।

নিদয়া নিষ্ঠুর পাখি দয়া নাই রে তোর
পাষাণ সমান হিয়া কঠিন অন্তর।

পিঞ্জরায় থাকিয়া করলা প্রেমেরও সাধন
পিঞ্জরা ছাড়িয়া যাইতে না লাগে বেদন।

শীতলং ফকিরে কইন দম কর সাধন
দমের ভিতর আছে পাখি করিও যতন।

বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১২

Dhiry Dhiry (ধীরে ধীরে) by Habib & Nancy Lyrics


শিরোনাম: Dhiry Dhiry (ধীরে ধীরে)
কথাঃ শারমিন সুলতানা সুমী
শিল্পী: হাবিব ও ন্যান্সি (Habib & Nancy)
অ্যালবাম: তুমি সন্ধ্যারও মেঘমালা














ধীরে ধীরে সে দুয়ারে আমার
ধীরে ধীরে সে হাওয়ায়
ধীরে ধীরে মন পাহারা তবু কেন
মন চুরি হয়

যে ছিল আড়ালে
খুব কাছে দাঁড়ালে
তার ছায়া শরীরে
খুব কাছে জড়ালে
ধীরে ধীরে আপন হলো
সে যে আমার

থাকো না তুমি
যেওনা দূরে
এক নদী এক স্রোতে
বহিয়া এক সুরে
ধীরে ধীরে কাছে আরও
কাছে সে আবার

শুক্রবার, ১০ আগস্ট, ২০১২

বাপ্পার 'বেঁচে থাক সবুজ' (Beche Thak Shobuj - Bappa Mazumdar) - Eid Album 2012

বাপ্পার 'বেঁচে থাক সবুজ'

আসছে ঈদ উপলক্ষে প্রযোজনা সংস্থা অগ্নিবীণার ব্যানারে প্রকাশিত হলো বাপ্পা মজুমদারের অষ্টম একক ‘বেঁচে থাক সবুজ’। বুধবার সন্ধ্যায় অ্যালবামটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়ে গেল রাজধানীর সন্তুর রেস্টুরেন্টে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পার্থ বড়ুয়া, শঙ্কর শাঁওজাল ও হাসান আবিদুর রেজা জুয়েল। বাপ্পা ছাড়াও এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কনা, এলিটা, সন্দ্বীপন, সানবীম, জুয়েল মোর্শেদ (জ্যু), মাইলসের আসিফ ইকবালসহ আরও অনেকে। টানা চার বছর পর প্রকাশিত বাপ্পার এই একক অ্যালবামে গান লিখেছেন শংকর শাঁওজাল, রাসেল ও’ নীল, বাপ্পা মজুমদার, শাহান কবন্ধ, মাস মাসুম, জয় শাহরিয়ার, স্বপীল, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়,  রানা, ডিপান ও ওয়াজীহ রাজীব। সবক’টি গানের সুর ও সংগীত করেছেন বাপ্পা। এছাড়া এ অ্যালবামে ‘তুমি রবে নীরবে’ শীর্ষক একটি রবীন্দ্রসংগীতও গেয়েছেন তিনি। অ্যালবামে স্থান পেয়েছে ১২টি গান।

উল্লেখ্য, বাপ্পার প্রথম একক অ্যালবাম ‘তখন ভোর বেলা’ প্রকাশ হয় ১৯৯৬ সালে। এরপর ১৯৯৮ সালে ‘কোথাও কেউ নেই’, ২০০১ সালে ‘ধুলো পড়া চিঠি’, ২০০৩ সালে ‘ছুটি’, ২০০৪ সালে ‘রাত প্রহরী’, ২০০৬ সালে ‘দিন বাড়ি যায়’ ও ২০০৮ সালে ‘সূর্যস্নানে চল’ একক অ্যালবামগুলো প্রকাশিত হয়।



‘বেঁচে থাক সবুজ’ অ্যালবামের মৌলিক গান গুলো:
  • বেঁচে থাক সবুজ।
  • পাঠ্যসূচি।
  • রোদের খরা।
  • ঘুম আসে না।
  • চোখেরই জলে।
  • লাভ-ক্ষতি।
  • আয় ফিরে আয়।
  • আমি তোমার কে।
  • মন খারাপের পরও।
  • মেঘ হয়ে যাই।
  • পথের পরে। 
।।ডাউনলোড লিংক ডিলিট করা হলো।।

অ্যালবাম রিভিউ: এক জীবন-২ (Ek Jibon - 2 Ft. Ayub, Shahid, Rumy) - Eid Album 2012


এবার ঈদের অ্যালবাম ‘এক জীবন-২’



গত বছরে দুরবীন ব্যান্ডের প্রধান ভোকালিস্ট শহীদের গাওয়া ‘এক জীবন’ গানটি বেশ শ্রোতা প্রিয় হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে ‘এক জীবন-২’ নামে গানটির সিক্যুয়েলও করেছেন শহীদ। এবারের ঈদে এই সিক্যুয়েল গানটি সহ ১০টি গানের একটি মিশ্র অ্যালবাম প্রকাশিত হয়েছে তাঁর। শহীদের এ অ্যালবামের নাম ‘এক জীবন-২’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুরও করেছেন শহীদ। আর সংগীতায়োজন করেছেন আরফিন রুমী। দ্বৈতকণ্ঠের এ গানে শহীদ গেয়েছেন কলকাতার বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতার সঙ্গে। এক জীবন গানটিতেও শহীদ সহশিল্পী হিসেবে পেয়েছিলেন শুভমিতাকে।

‘এক জীবন-২’ গানটি ছাড়া এ অ্যালবামে আরও চারটি গানে কণ্ঠ দিয়েছেন শহীদ। শহীদ ছাড়া এই অ্যালবামের অন্য শিল্পীদের মধ্যে রয়েছেন দুরবীন ব্যান্ডের আইয়ুব শাহরিয়ার, সাব্বির, নয়ন ও ক্লোজআপ তারকা রাশেদ। সিডি চয়েজের ব্যানারে অ্যালবামটি প্রকাশিত হয়েছে।

‘এক জীবন-২’ এর ১০ টি গানের লিষ্ট:
  • ১. এক জীবন-২
  • ২. চলো দু'জনে হারাই
  • ৩. সখি তোরা
  • ৪. কর্ণফুলী
  • ৫. যতনে
  • ৬. জেনে নিও
  • ৭. খোল খোল
  • ৮. ধ্রুবতারা
  • ৯. মেয়ে তুমি
  • ১০. পূর্ণতা
এবং একটি Instrumental


।।ডাউনলোড লিংক ডিলিট করা হলো।।

বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১২

Ami Ke (আমি কে) By Topu & Anila Lyrics

শিরোনাম: Ami Ke (আমি কে)
শিল্পী: Topu & Anila (তপু ও আনিলা)
ডাউনলোড লিংক: Download Topu & Anila - Ami Ke














আর এখানে কোন প্রশ্ন নেই মনে
জেনেছি কি যে চাই
আমি কে?

এই খেলাতে কে জয়ী কে হারে,
কি লাভ কি ক্ষতি তার
যে চলে গেছে।

কে কি যে চাই, কে জয়ী কি আশাই
কি সুখে, কি ক্ষতি কে জানে।।

কে আমি কে?
কি খুঁজি ভালবাসি কাকে?
কি সুখে কি যে চাই
আমি কে, আমি কে।।

কে কি যে চাই, কে জয়ী কি আশাই
কি সুখে, কি ক্ষতি কে জানে।।